"স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক চত্বর থেকে সরকারি ও বিভিন্ন বে-সরকারি সংস্থার আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, অটিজম শিশু সমাজের বোঝা না, তাদের যত্ন আদর দিয়ে সাধারন মানুষের মুল ধারায় নিয়ে আসা সম্ভব।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন