ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্বেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার