র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। সিরাজগঞ্জের হাটিকুরুল গোলচত্ত্বর এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল সেন্টার ফর অটিষ্টিক চিলড্রেনের উদ্যোগে আজ সকালে অটিজম সচেতনতা বিষয়ক র্যালি বের করা হয়। র্যালিটি সাখাওয়াত এইচ মেমোরিয়াল সেন্টার ফর অটিষ্টিক চিলড্রেনের সামনে থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বরসহ বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সাখাওয়াত এইচ মেমোরিয়ালের হল রুমে সাখাওয়াত এইচ মেমোরিয়াল সেন্টার ফর অটিষ্টিক চিলড্রেনের উপদেষ্টা শাহজাহান মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, জেলা সমবায় অফিসার মাসুদা পারভিন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সরকার, জেলা পরিষদের সদস্য রিবলী ইসলাম কবিতা, সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. হাফিজুর রহমান মিলন, সাখাওয়াত এইচ মেমোরিয়াল সেন্টার ফর অটিষ্টিক চিলড্রেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরুল হাসান ও আহসান হাবিব দুলাল।
এ সময় বক্তরা অটিজম শিশুদের অভিবাবকদের উদ্যেশ্যে বলেন, অটিজম শিশু সমাজের বোঝা নয়। তাদের সঠিক স্বাভাবিক লালন-পালন সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে অটিজম শিশুরাই দেশের কল্যাণে কাজ করতে পারবে। অটিজম শিশুরা পড়াশোনা ও খেলাধুলায় সব সময় ভাল ফলাফল করতে পারে। তাই সমাজের সকলের উচিত অটিজম শিশুদের বাকা চোখে না দেখে তাদেরকেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় সহযোগিতা করা।
বিডি প্রতিদিন/এ মজুমদার