পটুয়াখালীর কলাপাড়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলার ৬টি ভেনুতে ১৫৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত রয়েছে। পরীক্ষার প্রথম দিনে এইচএসসি, কারিগারিতে বাংলা ও আলিমে কুরআন মাজিদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন পরিক্ষা কেন্দ্র ঘুরে জানা গেছে, খেপুপাড়া মোজাহার উদ্দিন ডিগ্রী কলেজে পরীক্ষা কেন্দ্রে ২৬৭ জনের পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত, কলাপাড়া মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত, খানাবাদ কলেজের পরীক্ষা কেন্দ্রে ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত, মুক্তিযেদ্ধা কলেজের পরীক্ষা কেন্দ্র ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ও জালাল উদ্দিন কলেজে পরীক্ষা কেন্দ্রের ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে সকল পরীক্ষার্থী উপস্থিত রয়েছে। এছাড়া নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৬ জন পরীক্ষার্থী মধ্যে ৬ অনুপস্থিত, কারীগরিক শিক্ষা প্রতিষ্ঠানের নাওভাঙ্গা ও ধানখালী কলেজের ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ ও আলহাজ্ব ইসমাইল হোসেন তালুকদার টেকনিক্যাল কলেজের ১৬৫ জন পরীক্ষার্থী মধ্যে ১ পরীক্ষার্থী অংশ নেয়নি।
উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা এবি এম সাদিকুর রহমান জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বাকী পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার