চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মারফতি গানের আসরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, পাহাড়পুর গ্রামের একরামুলের ছেলে আবু বাক্কার (৩০), একই গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে নঈম (২৮), মৃত ওসমান মন্ডলের ছেলে এত্তাজ আলী (৫৫), মনিরুল ইসলামের ছেলে আল আমীন (১৯) ও মেঘডহর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোকলেস আলী (৩০)।
এদের মধ্যে আবু বাক্কারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউপির সানপুর গ্রামে।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নবীর হোসেন (৩০) ও সাইরুল (২২)কে ককটেল বিস্ফোরণের দায়ে বিস্ফোরিত ককটেলের নমুনা এবং ২শ’৫০গ্রাম গানপাউডারসহ আটক করা হয়েছে। এব্যাপারে পাহাড়পুর গ্রামের আমির আলীর ছেলে একরামুল হক বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে।