‘‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সিভিল সার্জনের আয়োজনে দিনাজপুর জেনারেল হাসপাতাল এর দ্বিতীয় তলায় অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে অটিষ্টিক শিশুদের উপর নির্মিত সচেতনতা মুলক ভিডিও প্রচার করা হয়।
আলোচনা সভায় অটিস্টিক শিশুদের অভিভাবকদের সহিত পরামর্শ মূলক আলোচনা করেন জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল ওয়াহেদ, গাইনী কনসালটেন্ট ডাঃ ইসরাত শারমীন, সিনিয়র মেডিকেল কনসালটেন্ট ডাঃ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আজগর আলী।
এর আগে সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান মিজানসহ দিনাজপুর নার্সিং ইন্সটিটিউটের সদস্যগণ অংশ নেন।
র্যালি ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।