ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রবিবার নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাজার গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আঃ রহমান, বিএনপি নেতা সলিম উল্লাহ বাহার হিরন, আবু নাছের, শাহা জাফর উল্লাহ রাসেল, ওমর ফারুক টপি, জাহাঙ্গীর আলম কালা, ভিপি আলা উদ্দিন, আবু হাছান নোমান, সামছু দৌহা মিঠু, ইসমাইল চৌধুরী ও আজগরউদ্দিন দুখু।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন