মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছামতি নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রী মুনিয়া আক্তারের(১৭) মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার দুপুর ১ টার দিকে তার মরদেহ ইছামতি নদী থেকে উদ্ধার করে পুলিশ।
শেখরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. আমিনুল ইসলাম জানান, মুনিয়া(১৭)এবং তার বড় বোন প্রিয়াংকা আক্তার (২০) কয়েকদিন আগে চিত্রকোর্ট ইউনিয়নের কমলপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে।
গত শনিবার দুপুর ১টার দিকে দুই বোন, খালু আফসার উদ্দিন এবং অপর এক খালাতো বোনসহ ইছামতি নদীতে গোসল করতে যায়। সবার অলক্ষে মুনিয়া পানিতে তলিয়ে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪ ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ মুনিয়াকে উদ্ধার করতে পারেনি ঢাকা থেকে আসা ডুবুরী দল। রবিবার দুপুরে তার মরদেহটি নদীতে ভেসে উঠলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মুনিয়া আক্তার আরিফ মল্লিকের মেয়ে, ঢাকার মিরপুর ৬ এর বাসিন্দা। মুনিয়া মিরপুর আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।