বাগেরহাটে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানে দুই 'জঙ্গি'সহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জেলার নয়টি উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত 'জঙ্গি' দু'জন হলো, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের ফজর আলী শেখের ছেলে আব্দুল গফ্ফার শেখ (৪০) ও একই উপজেলার চাকুলী গ্রামের ইলিয়াছ শেখের ছেলে কামরুল শেখ (২৪)।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানে অপরাধীদের ধরতে বাগেরহাটে পুলিশ অভিযান পরিচালনা করছে। রবিবার ভোররাতে অভিযান চলাকালে ৩৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজন জঙ্গি এবং ৩২ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। আটকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ