বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষে বহিরাগতদের হামলায় তিন শিক্ষকসহ কমপক্ষে ১৫শিক্ষার্থী আহত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে ধুনট উপজেলার খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেলে খাটিয়ামারি ধ্রুবতারা কোচিং সেন্টারের উদ্যোগে খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান শোনাকে কেন্দ্র করে খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগত দর্শকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
রবিবার সকালের দিকে খাটিয়ামারি গ্রামের শাহাদৎ, হাবিব, মজিদ ও ফারুকসহ ৬/৭ যুবক মথুরাপুর বাজার থেকে কাশিয়াহাটা গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার জের ধরে কাশিয়াহাটা গ্রামের শিক্ষার্থীরা খাটিয়ামারি গ্রামের ওই যুবকদের লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ হয়ে খাটিয়ামারি গ্রামের শাহাদৎ হোসেনের নেতৃত্বে ২০/২২ জন বহিরাগত যুবক খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হামলা চালায়। বহিরাগতদের হামলায় খটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজার রহমান, আল আমিন, আব্দুল হাই এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী জিয়ারুল, পলাশ, ৯ম শ্রেণির রিপন, আকিরুল, রাব্বি, ১০ শ্রেণির মিঠু, ইয়াছিন, হৃদয়, আব্দুল করিম ও রেজয়ানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া বহিরাগতরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দিয়েছে।
খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলেছে। সমঝোতা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি অবগত করেছেন। তবে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ