ময়মনসিংহের গৌরিপুরে থানার আগুনে দগ্ধ হওয়া নারী পুলিশ কনস্টেবল হালিমা আক্তার (২৩) মারা গেছেন। রবিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরিপুর থানার ওসি দেলোয়ার আহাম্মেদ জানান, রবিবার বিকেলে থানার কোয়ার্টারে নিজ রুমে দগ্ধ হন হালিমা আক্তার। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হালিমা আক্তার গৌরুয়াকান্দা গ্রামের পূর্বধলা উপজেলার নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের মেয়ে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ