বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক স্ত্রী মিতুকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডের দুই দিনে মুখ খোলেনি মিতু।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান জানান, ওসি হাসানের সাবেক স্ত্রী রুমানা আকতার মিতু (৩৫) ও শ্বশুর মোকসেদ আলীকে (৬০) বৃহস্পতিবার রাতে গাবতলী থানা পুলিশ তাদের পাবনা শহরের শালগাড়িয়ার বাসা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে মিতুর ১০ দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর ও শ্বশুরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। মিতুর বাবাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মিতুকে গাবতলী থানাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একটি সূত্র জানায়, মিতু দুই দিনে পুলিশকে কোনো তথ্য দেয়নি, এমনকী কোনো কথাও বলেনি। তিনি সব কিছুতেই স্বাভাবিক রয়েছেন। তার মধ্যে কোনো অনুশোচনাও দেখা যায়নি।
জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামের হযরত আলীর ছেলে আ ন ম আবদুল্লাহ আল হাসান গত ২০১৫ সালের ২ অক্টোবর পাবনা সদর থানায় ওসি হিসেবে যোগদান করেন। পাবনা থাকাকালে শহরের শালগাড়িয়ার মোকসেদ আলীর মেয়ে রুমানা আকতার মিতুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে বিয়েও করেন। জানাজানি হলে প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া রোজীর সঙ্গে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তাদের সংসারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে রাজশাহীর উপ-শহরে বসবাস করেন স্ত্রী সুলতানা রাজিয়া রোজী।
গত বছরের ৪ নভেম্বর রোজী পাবনা থানা কোয়ার্টারে এসে ওসি হাসান ও মিতুকে প্রকাশ্যে স্যান্ডেল দিয়ে পেটান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জয়পুরহাটে বদলি করেন। সেখানে থেকে গত ৬ ফেব্রুয়ারি তিনি বগুড়ার গাবতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ওসি হাসান একাই গাবতলী থানার সরকারি কোয়ার্টারে থাকতেন। তিনি গত ১৭ জানুয়ারি ২০ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট কিনে দেওয়ার বিনিময়ে মিতুকে তালাক দেন। এরপরও তার সঙ্গে ওসি হাসানের সম্পর্ক অটুট ছিল। মিতু ওসি হাসানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।
গত বুধবার বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আ ন ম আব্দুল্লাহ আল-হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ