সিরাজগঞ্জের তাড়াশের ছয়টি ইউনিয়নে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যা ৭.১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রায় ২০ মিনিট ভারী ও হালকা বৃষ্টির সাথে প্রচুর শিলা পড়তে দেখা যায়। এতে সদ্য গুটি আশা আম ও ইরি ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষক ও কৃষি বিভাগ।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, প্রায় ২০মিনিট বৃষ্টির সাথে ছোট-বড় শিলা পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। সোমবার সকালে মাঠকর্মীদের ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য সরজমিনে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ