বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের উপজাতি দম্পতি ক্যাহ্লাচিং মার্মা (৭০) ও তার স্ত্রী চিংহ্লামে মার্মা(৬৫) খুনের মূল আসামি হিসেবে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, একই পাড়ার ক্যাম্রাচিং মার্মার ছেলে মংহাই চিং মার্মা(২২) ও খাগড়াছড়ি জেলার সদরের হাদেক পাড়ার ধর্মজয় ত্রিপুরার ছেলে এলিও ত্রিপুরা প্রকাশ রাহুল ত্রিপুরা (২১)।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, হত্যা ঘটনার পর থেকে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে ১ এপ্রিল শনিবার চট্টগ্রামের ইপিজেট এলাকার ব্যারিষ্টার সুলতান আহমদ কলেজের সামনে থেকে দুই জনকে আটক করে। এই মামলার সন্দেহভাজন হিসেবে পূর্বে আরো চার জনকে আটক করা হয়। তারমধ্যে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার লামা থানা পুলিশের উপ-পরিদর্শক খাইরুল হাসান জানিয়েছেন, আটক মংহাই চিং মার্মা ও এলিও ত্রিপুরা রবিবার সন্ধ্যায় দোষ স্বীকার করে লামা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। আটককৃতদের কাছ থেকে খুন হওয়া দম্পতির মোবাইল ফোন উদ্ধার করা হয়। খুনের ঘটনায় তিন জন জড়িত ছিল। অপর জনকে আটকের চেষ্টা চলছে। হত্যার কাজে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর পূর্ব ছোট মার্মা পাড়ায় দুর্বৃত্তদের হাতে খুন হন সাবেক ইউপি মেম্বার ক্যাহ্লাচিং মার্মা (৭০) ও তার স্ত্রী চিংহ্লামে মার্মা (৬৫)।
বিডি-প্রতিদিন/এস আহমেদ