কুমিল্লার চৌদ্দগ্রামে ৯০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহেনা বেগম নামের এক নারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তিনি কক্সবাজার জেলার টেকনাফের মন্ডলপাড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী। রবিবার বিকেলে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকা থেকে আটক করা হয়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৯৬৯) থেকে শাহেনা বেগমকে (৪০) আটক করা হয়। পরে তার সাথে থাকা সুটকেসে তল্লাশী চালিয়ে ৯০৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ