মৌলভীবাজার জেলার নাসিরনগরের জঙ্গি আস্তানায় নিহতদের লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তাদের স্বজনরা। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শাহ জালাল।
তিনি আরো জানান, 'জঙ্গিদের লাশ শনাক্ত করার জন্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়াই ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রাম থেকে যে তিনজন এসেছেন তারা মর্গে লাশ দেখে পুরোপুরি চিনতে পারেননি। তবে, ওই জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা পারিবারিক একটি ছবি দেখালে সেই ছবির লোকজন তাদের স্বজন বলে দাবি করেন তারা।' পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানবিক কারণে শিশুদের লাশ গ্রহণের কথা বলা হলে তারা সেটিও প্রত্যাখ্যান করেন। বলেন, তারা এ কলঙ্কের গ্লানি বহন করতে চান না।'
নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহতদের লাশের কি হবে?- এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, "লাশগুলো মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষর কাছে হস্তান্তর করা হবে। "
উল্লেখ্য, আজ সোমবার সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাটা উপজেলার সিংড়াই ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রাম থেকে মৌলভীবাজারে আসেন নাসিরপুরের আস্তানায় নিহত জঙ্গি শিরিনা আকতারের বাবা আবু বক্কর সিদ্দিক, শিরিনার ছোট বোনের স্বামী সানোয়ার হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। বেলা ১২টা ২০ মিনিটে তারা লাশ শনাক্ত করতে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে যান।