শেরপুর জেলার নকলা পৌরসভার হল পট্রিতে এক ঘুষিতে ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে দিয়েছে রিক্সাচালক। ওই পুলিশ সদস্যের নাম কাবিল মিয়া। আহত পুলিশকে নকলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। রিক্সাচালক আমিনুলের বাড়ী উপজেলার কায়দা এলাকায়। অভিযুক্ত আমিনুলকে পুলিশ গ্রেফতার করেছে।
নকলা থানা পুলিশের দাবী, ঘটনার সময় আমিনুল রিক্সা নিয়ে সিনেমা হর মোড়ে দাড়িয়ে থাকলে রাস্তায় জ্যাম বেধে যায়। কর্তব্যরত পুলিশ আমিনুলকে সড়তে বললে দুজনের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চাড়াও হয় এবং এ ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বলেছেন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩