বগুড়া পৌর সভার তিনটি কাঁচা বাজারের ইজারা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করায় ওই তিন বাজারের ইজারাদার পৌর মেয়রকে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর মেয়র এ্যাড. একে এম মাহবুবার রহমানের বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ বাস ভবনে গিয়ে ইজারাদাররা তাকে লাঞ্চিত করেন।
বগুড়া পৌরসবার মেয়র একেএম মাহবুবর রহমান জানান, বগুড়া পৌরসভার নিয়ন্ত্রনাধীন শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার ও চেলোপাড়ার চাষী বাজারের বর্তমান ইজারাদাররা বাংলা আগামী ১৪২৪ সনের জন্য কাঁচাবাজার গুলো তাদেরকে ইজারা দিতে হাইকোটে রিট করে। হাইকোট তাদেরকে বাজার দেওয়ার জন্য আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ লিভটু আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করেন। স্থগিত ঘোষণার পর বগুড়া পৌরসভার নিয়ন্ত্রনাধীন শহরের তিনটি বাজার ইজারা দেওয়ার জন্য গত ৩১ মার্চ স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি প্রকাশ করায় আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় বর্তমান ওই তিনটি বাজারের ইজারাদার আব্দুল মতিন সরকার, আব্দুল মান্নান ও ময়নাসহ ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে বাস ভবনে প্রবেশ করে। সেখানে আলোচনার এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল করে ও শারীরীকভাবে লাঞ্চিত করে। এছাড়া তারা হুমকি দেয় যে, অফিসে গেলে এবং রাস্তায় বের হলে তাকে গুলি করে মেরে ফেলা হবে। সন্ত্রাসীরা চলে গেলে বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে টেলিফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, "সোমবার সকাল ১১ টায় বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান জানায় যে, তাকে সন্ত্রাসীরা হামলা করেছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় নি। মেয়র কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।"
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪