লালমনিরহাটের আদিতমারীতে হাসপাতাল থেকে শিশুসহ এক নারী রোগী উধাও হয়ে গেছে। রবিবার রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতেই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হামজা আদিতমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওই নারীর নাম নুরবানু (২৮)। তিনি কালীগঞ্জ উপজেলার মালগাড়া বালাটারী এলাকার এনামুল হক রেয়াজুলের স্ত্রী এবং আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে। গত ২২ মার্চ স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার নুরবানুকে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। পরের দিন তাকে পার্শ্ববর্তী আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার কোনো এক সময় হাসপাতাল থেকে উধাও হয়ে যান তিনি।
নুরবানু'র বাবা জয়নালের উদ্দিন এটাকে অপহরণ দাবি করে বলেন, নির্যাতনের ঘটনা ভিন্ন খাতে নিতে আসামিরাই তার মেয়েকে শিশু সন্তানসহ হাসপাতাল থেকে অপহরণ করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ