চট্টগ্রামের বাঁশখালী থানার চাম্বল বাজারের দক্ষিণ পাশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. কামাল (২৮) নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। ট্রাকচালককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান বাঁশখালী থানার এসআই সুজন।
তিনি বলেন, চাম্বল বাজারের দক্ষিণ পাশ দিয়ে একটি নসিমন আসছিল। এ সময় বাজার থেকে একটি ট্রাক ওই পথে যাচ্ছিল। পথিমধ্যে দুটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নসিমনচালক নিহত হন। তার এক সহযোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ