নীলফামারীর ডিমলায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্বাস আলীসহ (৬০) ছয় জনকে আটক করেছে পুলিশ। আটক আব্বাস আলী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক এবং বাবুরহাট রাজবাড়ি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাবুরহাট রাজবাড়ি গ্রামে ওই প্রচার সম্পাদকের বাড়ি থেকে তাদেরকে আটক করে। আটক হওয়া জামায়াতের অপর কর্মীরা হলেন ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাট গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আইনুদ্দিন (৩৫), রামডাঙ্গা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আলিনুর রহমান (৩৫), একই গ্রামের আব্দুর লতিফের ছেলে ধউলু মামুদ (৩০), দক্ষিণ তিতপাড়া গ্রামের আছিমদ্দিনের ছেলে নুরুল হুদা (৪০) ও বাবুর হাট পশ্চিমপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল কাদের বুলু মিয়া (৪৭)।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজ উদ্দিন শেখ জাণাণ, "সোমবার বেলা আড়াইটার দিকে বলেন, তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় ওই বাড়িতে গোপন বৈঠক করছিল। এসময় অভিযান চালিয়ে ওই ছয় জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬