নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মহিষভাঙ্গা গ্রামে ফাতেমা ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা ইসলাম মহিষভাঙ্গা গ্রামের নূর ইসলামের স্ত্রী।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা ফাতেমার লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মহিষভাঙ্গা গ্রামের নূর ইসলামের বাড়ির সবাই গত রাতে টেলিভিশন দেখছিল। এ সময় সবার অগোচরে ফাতেমা বাড়ির পেছনের একটি গোডাউন ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের দাবী শারীরিক নানা অসুস্থ্যতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিশ্চিত হয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯