বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক যুবককে ১১ রাউন্ড তাজা গুলিসহ আটক করেছে।
সোমবার বেলা ১২টায় বগুড়া-নওগাঁ সড়কের আদমদীঘির শারিব সার কারখানার সামনে ঢাকা গামী একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস যাত্রী রনিকে (১৮) আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
বগুড়ার আদমদিঘি থানার অফিসার ইনর্চাজ শওকত কবির জানান, উদ্ধারকৃত গুলি পিস্তলের। গ্রেফতারকৃত রনি জয়পুরহাট জেলার বালিয়াপাড়ার সায়েম উদ্দীনের ছেলে। এঘটনায় আদমদিঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন