বগুড়ার ধুনটে নিজ দলের আট নেতার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা করলেন এক আওয়ামী লীগ নেতা । ধুনট উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদুল হক বাচ্চু বাদী হয়ে রবিবার রাতে ধুনট থানায় এ মামলা করেন।
আওয়ামী লীগ নেতা মাসুদুল হক বাচ্চু অভিযোগ করে বলেন, এলাকায় বিনোদনের জন্য এক মাসের অনুমোদন নিয়ে ১২ মার্চ থেকে স্বাধীনতা মেলা শুরু করা হয়েছিল। কিন্তু পরীক্ষার কারণে ১০ দিন আগেই মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। মেলা শুরু পর থেকেই আওয়ামী লীগ নেতা আলেফ বাদশাসহ কয়েকজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তারা আমাকেসহ ছাত্রলীগের কয়েক নেতাকে মারধর করে। তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম শ্যামল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, আওয়ামী লীগ নেতা হাসান খসরু খান নূপুর ও পাখি মন্ডলসহ আটজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করা হয়েছে।
এদিকে মারধর ও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা আলেপ বাদশা বলেন, ‘আওয়ামী লীগ নেতা মাসুদুল হক বাচ্চুসহ কয়েক নেতা স্বাধীনতা মেলার নামে কোটি টাকার লটারি বাণিজ্য শুরু করেছিল। এর প্রতিবাদ করায় বাচ্চুর লোকজন আমাকেসহ নেতাকর্মীদের মারধর করেছে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, মারধর ও চাঁদাবাজির অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ