'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে এডিপিএল ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলার উপকন্ঠ রামপাল ইউনিয়নের, রামপাল বিএন হাইস্কুল মাঠে ৪ উইকেটে খেলায় রামপালের কোদালধোয়া ইয়াং ফাইটারকে পরাজিত করে ধলাগাঁও জসি রাইডার চ্যাম্পিয়ন হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) ,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১