ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদরের পাঁচগাছিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় ছেমনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
সোমবার সকালে এই ঘটনা ঘটে। ফেনী মডেল থানার উপ পরিদর্শক নুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধা মহিলা সড়ক পার হওয়ার সময় একটি মোটর সাইকেল এসে তাকে ধাক্কা দেয়। পরে মোটর সাইকেল চালকসহ স্থানীয়রা তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩