ঝালকাঠির নলছিটিতে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিয়াজ খান (১৮) নামের এক যুবক। সোমবার সকালে পুলিশ উপজেলার হারদল গ্রামের বাড়ির পাশে একটি গাছে ঝুঁলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রিয়াজ খান হারদল গ্রামের রুস্তম খানের ছেলে।
প্রতিবেশীরা জানান, একই এলাকার একটি মেয়ের সঙ্গে রিয়াজের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে মেয়েটিকে বিয়ে করবে বলে পরিবারকে জানান রিয়াজ। কিন্তু তার পরিবার এখনই বিয়ে দিতে রাজি না হওয়ায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, রবিবার রাতে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ আত্মহত্যা করেন। স্বজনরা তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ