বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামের একটি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখোশধারী ডাকাতরা নগদ অর্থসহ প্রায় দু’লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
বড়গাওলা গ্রামে আবুল হোসেন বিশ্বাসের বাড়ীতে রবিবার দিবাগত রাত দেড় টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। সকালে বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোল্লাহাট থানার মোল্লাহাট থানা (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, রবিবার দিবাগত রাত দেড় টার দিকে বড়গাওলা গ্রামের আবুল হোসেন বিশ্বাসের বাড়ীতে একদল মুখোশধারী ডাকাত হানা দিয়ে বাড়ির ক্লপসিবল গেট এবং ভেতরের দরজা ভেঙ্গে ফেলে। পরে তার ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ নব্বই হাজার টাকা, স্বর্নলংকার, মোবাইল সেট ও বেশ কিছু শাড়িসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫