গোপালগঞ্জ জেলাকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে টুঙ্গিপাড়ার ৮ ভিক্ষুককে রিক্সা-ভ্যান সম্বলিত ভ্রাম্যমান দোকান বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু করা হয়েছে।
জেলায় ৭৯০ জন ভিক্ষুককে সনাক্ত করা হয়েছে। এদেরকে পর্যায়ক্রমে পুনর্বাসিত করা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসনের এক ভিডিও কনফারেন্সিং-এ এসব তথ্য জানানো হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোমিনুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার বিত্তবানদের কাছ থেকে অনুদান ও সরকারী অফিস সমূহের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন এই জেলার ভিক্ষুকদের পুনর্বাসনে ব্যয় করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।