মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তের হাট গ্রামের জেসমিন আক্তার (২৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ১২ বছর আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে জেসমিনের সাথে কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের সামাদ মুন্সীর বিয়ে হয়। হত্যাকান্ড ঘটিয়ে ঘাতক স্বামী সামাদ পালিয়ে গেছে বলে পারিবারিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭