মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পাশে একটি ডোবা থেকে সাহিনা আক্তার (৩০) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাহিনা আক্তার গত ৪ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল।
সোমবার সকালে সাহিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। সে বরিশাল জেলার মুলাদী উপজেলার জালালপুর গ্রামের ফজলে আলী খানের মেয়ে ।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পাশে একটি ডোবাতে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০