ময়মনসিংহের ভালুকায় ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় মহাসড়কে কাঠ ফেলে ও টায়ার জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ আহত হয়েছেন অন্তত ৫০ জন শ্রমিক।
শ্রমিকরা জানান, সোমবার ছিল তাদের বেতন দেয়ার নির্ধারিত তারিখ। কিন্তু মিল কর্তৃপক্ষ ন্যায্য বেতন না দেয়ায় শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের বাগবিতন্ডা হয়। পরে ন্যায্য বেতনের দাবিতে বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নামে উত্তেজিত শ্রমিকরা। এ সময় তারা মহাসড়কে কাঠ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষ বহিরাগত ও পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে তাদের কমপক্ষে ৫০ শ্রমিক আহত হয়। পরে পুলিশের মধ্যস্থতায় সন্ধ্যা ৭ টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন