ঠাকুরগাঁও শহরের রোড খানকাহ শরীফ এলাকায় মসজিদের টাকা চুরির অপরাধে সুমন (১৪) নামের এক শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ওই এলাকার কাউন্সিলর নূর ইসলাম ছুটুর নেতৃত্বে কয়েকজন যুবক ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বেধরক বেত্রাঘাত করে শিশুটিকে।
সরেজমিনে গিয়ে দেখা জানা গেছে, ইসলাম নগর এলাকায় ভ্যান চালক গোলাম হোসেনের ছেলে সুমন ওই এলাকায় মসজিদ থেকে টাকা চুরি করেছে বলে অভিযোগ উঠে। পরবর্তীতে এলাকার পৌর কাউন্সিলর নূর ইসলাম ছুটু শিশু সুমনকে ধরে নিয়ে আসে। প্রথমে টাকা চুরির কথা অস্বীকার করলে পরে বেত্রাঘাতের মাধ্যমে সুমন টাকা চুরির কথা স্বীকার করে। এ সময় শিশু সুমনের নির্যাতনে এলাকাবাসী ছুটে আসে স্কুলে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই প্রভাবশালী কাউন্সিলরের কারণে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
নির্যাতিত শিশু সুমন টাকা চুরি কথা স্বীকার করে জানান, আমি অভাবের কারণে চুরি করেছি। আমার ভূল হয়েছে। কিন্তু তারা আমাকে বাশ দিয়ে খুবই মেরেছে।
কাউন্সিলর নূর ইসলাম ছুটু জানান, মসজিদের টাকা চুরির কারণে তাকে ধরে আনা হয়েছে। উত্তেজিত জনতা তাকে কিছুটা মারপিট করেছে। টাকা উদ্ধার করে তাকে ওর পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।
ঠাকুরগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। উত্তেজিত জনতা ও কাউন্সিলর নূর ইসলাম ছুটু নির্যাতিত শিশুটি আনতে দেয়নি।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৫