ঝালকাঠির রাজাপুরে গৃহবধূ সিমা আক্তারকে (২৪) হত্যার অভিযোগে স্বামী ও তার ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর মতিঝিল থেকে স্বামী মিজান খন্দকার (৩৪) ও রাজাপুরের সাউদপুর থেকে ভগ্নিপতি মিজান হাওলাদারকে (৩০) গ্রেফতার করার পর সোমবার দুপুরে তাদের ঝালকাঠি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি। পলাতক আসামিদের গ্রেফতার করতে পারলে মরদেহের সন্ধান ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে।
বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।