ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের অাব্দুল অাজিজ (৫০) ও হরিণবেড় গ্রামের বুলন দাসের মেয়ে দীপ্তি রাণী দাস (২২)।
স্থানীয়রা জানায়, বিকেলে অাব্দুল আজিজ বৃষ্টির মধ্যে তিতাস নদীর পাড়ে অাঙরাইল বিলের ধানক্ষেতে ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, বিকেলে বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই দীপ্তি মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অাবু জাফর বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন