রাজশাহীর তানোর পৌর এলাকার কুখ্যাত মাদক সম্রাট হিসাবে পরিচিত আব্দুল হককে (৬০) হেরোইনসহ গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুণ্ডুমালা-তানোর রাস্তায় প্রভাষক লুৎফর রহমানের বাড়ির সামনে এলাকার যুবকদের কাছে হোরাইন বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
তানোর থানা এসআই রায়হান বলেন, তানোর পৌর এলাকার ঠাকুরপুকুর গ্রামের নেশাদ আলীর ছেলে এলাকার মাদক সম্রাট আব্দুল হক সন্ধ্যার পর হোরোইন ফেরী করে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুণ্ডুমালা-তানোর রাস্তায় সন্ধ্যার পর অবস্থান করি। হেরোইন বিক্রি অবস্থায় ১৩ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।