চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বৈধ-অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটা বন্ধের দাবিতে প্রায় পাঁচ হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র দেয়া হয়েছে স্থানীয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে।
অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় মৌজায় রাস্তার পার্শ্বে সেভেন স্টার, সাথী ইটভাটা, সনি ইটভাটা-১, সনি ইটভাটা-২ এর ধোঁয়া ও ধুলার কারণে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান ধরণের অসুখে আক্রান্ত হচ্ছে। ভাটা এলাকায় এলজিইডি’র প্রায় ১৬ কিলোমিটার পাঁকা রাস্তা ও এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, এই ভাটাগুলোর নেই কোন লাইন্সেস, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এক কথায় সরকারের ভাটা সংক্রান্ত নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে এইসব ভাটা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। এই ভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চারটি ভাটার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে ওইসব ইটভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইটভাটার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ