নোয়াখালীর হাতিয়া উপজেলা সদর ওছখালীতে আজ দুপুরে দুই নৈশ প্রহরীকে পিটিয়ে হাত উপড়ে ফেলেছে সন্ত্রাসীরা। আহতরা হলেন-চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী পৌর যুবলীগ কর্মী সেলিম উদ্দিন ও তালুক সুপার মার্কেটের নৈশ্য প্রহরী দুলাল উদ্দিন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্যে জেলা সদরে পাঠানো হয়েছে।
চর ঈশ্বর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ জানান, আজ বৃহস্প্রতিবার আফাজিয়া বাজারে হামলা চালিয়ে একদল সন্ত্রাসী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আফরাফ উদ্দিনকে গুলিবিদ্ধ করে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজ দুপুরে উপজেলা সদরে পোষ্টার লাগাচ্ছিলেন নৈশ্য প্রহরী সেলিম ও দুলাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রবীন্দ্র, শাহনাজ, মহিন ও সোহবারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাদেরকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সেলিমের ৭টি ও দুলালের ১টি দাঁত উপড়ে ফেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার