বরিশালের বাকেরগঞ্জের সটিয়াখালী এলাকায় ডাকাতির ঘটনায় দুই জনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১০ মাসের দণ্ডাদেশ দিয়েছে আদালত। বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রকিবুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে আজ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- বাকেগরঞ্জের মো. সোহেল ও বাউফলের বাবুল রাড়ি।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ আগস্ট রাতে সটিয়াখালীর নূরে আলম সিদ্দিকীর ঘরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫২ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় নূরে আলম বাদী হয়ে মামলা বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম ওই দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দণ্ডাদেশ দেন বিচারক।
বিডি প্রতিদিন/এ মজুমদার