মেহেরপুর পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। নির্বাচনে চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন।
বর্তমান পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু পেয়েছেন নারিকেল গাছ প্রতীক, আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের দলীয় প্রতীক নৌকা, বিএনপির দলীয় প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের দলীয় প্রতীক ধানের শীষ, সাবেক যুবলীগ নেতা ও সাংস্কৃতি কর্মী স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের পেয়েছেন মোবাইল প্রতীক। নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৪ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ প্রার্থীর মাঝেও প্রতীক দেয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন