জেলেদের মাঝে চাল বিতরণ কমিটিতে জেলে প্রতিনিধি অন্তর্ভূক্তিসহ ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন জেলেরা। আজ বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ব্যানারে বরিশাল নদী বন্দর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক বাবুল মীরের নেতৃত্বে জেলে প্রতিনিধিরা জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
জেলেদের দাবিগুলো হলো- প্রতি মাসে প্রতি দরিদ্র জেলেদের মাঝে ৬০ কেজি চাল ও ২ হাজার টাকা প্রদান, জেলে সমিতির প্রতিনিধি ছাড়া চাল বিতরণের মাস্টার রোল গ্রহণ না করা, ইলিশ শিকার বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সাজার পরিমাণ সর্বোচ্চ ১০ দিন করা এবং নিহত জেলে পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান। সংগঠনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক বাবুল মীর জানান, ক্ষুদ্র জেলেদের দাবিগুলো যৌক্তিক। অনতিবিলম্বের দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন করবেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার