মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৭০৫ পিস ইয়াবাসহ মো: আলী হোসেন(৩২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কম্পানী কমান্ডার মো: নাহিদ হাসান জনির নেতৃত্বে র্যাব-১১’র একটি দল জেলার শ্রীনগরের রুদ্রপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭০৫পিস ইয়াবাসহ তাকে আটক করে। সে শ্রীনগরের রুদ্রপাড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে। পরে তাকে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন