বাগেরহাটে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে থানা পুলিশের কয়েকটি দল জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় থেকে এক জামায়াত কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়। শরণখোলা উপজেলার বানিয়াখালী গ্রামের জামায়াত কর্মী সুলতান হাওলাদারকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ ২টি মামলা রয়েছে। অন্য গ্রেফতারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা ও জিআর, সিআর মামলার আসামি রয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ মহাদ্বয়ের যোগদানের পর তার নির্দেশে ১০ জেলায় পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে বাগেরহাট নয়টি থানা পুলিশ অভিযান চালিয়ে সুলতান নামে এক জামায়াত কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার