ময়মনসিংহের কালিবাড়ি থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত আল-আমিনের (২৪) সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই, এমনকি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের কোন কমিটিও নেই বলে দাবি করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানায়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রকবুল ইসলাম রকিব, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার, ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনিসহ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রকিব বলেন, বিভিন্ন গণমাধ্যমে আল-আমিনকে বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। আল-আমিন ধোবাউড়া উপজেলা বা বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ কোন কর্মীও নয়। এমনকি বর্তমান অথবা অতীতে আল-আমিন ছাত্রলীগের কোন পদেও ছিলনা।
তিনি বলেন, সরকার বিরোধী ষড়যযন্ত্রের অংশ হিসেবে জামায়াত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়নে এমন অপপ্রচার চালাচ্ছে দলে অনুপ্রবেশকারী হাইব্রিডরা। তাদের এমন অপপ্রচার রুখতে অচিরেই জেলা এবং অধীনস্থ ছাত্রলীগের সকল ইউনিট নেতা-কর্মদের ডাটাবেস তৈরী করা হবে বলেও জানান তিনি।
ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল বারেক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, গত তিন বছর ধরে বাঘবেড় ইউনিয়নে ছাত্রলীগের কোন কমিটি নেই। কিন্তু একটি মহল প্রচার করেছে আল-আমিন ওই ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি। তার অপকর্ম ঢাকতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন