ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিয়াদেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা ও খেলাধুলা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সমাজ সেবক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি নুর-উল হাবিব চৌধুরী ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই সকল উপরকরণ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহিন চন্দ্র সেন, শিক্ষক-শিক্ষিকাগণ সহ অভিভাবকগণ।
বক্তারা এ সময় বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলার প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। শিক্ষার উপর কোমলমতি শিশুদের প্রাধান্য দিয়ে মানুষের প্রতি মানবিক বোধ শিক্ষার আলো ছড়িতে দিতে হবে। এদিকে বাসিয়াদেবীর এলাকার শারমীন আক্তার বলেন, এ্যাডভোকেট নুর-উল হাবিব চৌধুরী অল্প কিছু দিনের মধ্যে ঠাকুরগাঁওয়ের গরীব, অসহায়, শিশুসহ এলাকার সাধারণ মানুষকে আপন করে নিয়েছেন। পরে সমাজসেবক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার