নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত পিকআপের ওপর থেকে ছিটকে পড়ে রাকিবুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বেচু মিয়ার মোড় এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ওই ইউনিয়নের কিল্লারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার খালি পিকআপে করে রাকিবুল ইসলাম সোনাপুর থেকে- কবিরহাট সড়কের বেচু মিয়ার মোড় এলাকায় আসলে পিকআপ থেকে রাস্তার ওপর সে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন রাকিবুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন পিকআপ থেকে ছিটকে পড়ে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার