সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি যমুনা নদী সংলগ্ন কাদামাটি মিশ্রিত বালু চরে কৃষি খামার গড়ে তুলে খামারে উৎপাদিত বিভিন্ন রকমের শাকসবজি গরীব-দুস্থদের মাঝে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মহল্লার সাবেক পৌর কমিশনার বালু ব্যবসায়ী আব্দুস সাত্তার। খামারটি সম্প্রতি কৃষি মেলায় অংশ নিয়ে ব্যাপক সুনামও কুড়িয়েছে।
এজন্য আজ বুধবার সকালে কৃষি অধিদফতরের কর্মকর্তারা খামারটি সরেজমিনে পরিদর্শন করে খামারের উদ্যোক্তা আব্দুস সাত্তারকে সফল খামারী ও খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় ভূমিকা রাখায় সাফল্য স্বীকৃত সনদ ও ক্রেস্ট প্রদান করেছেন।
সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আরিফুল লতিফ। এসময় সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী, জেলা প্রশিক্ষক তাইজুল ইসলাম, কৃষকলীগের সভাপতি গোলজার হোসেন, যমুনা সততা বহুমুখী সঞ্চয় সমিতির সভাপতি জহুরুল ইসলাম মণ্ডল প্রমুখ। পরে দুস্থ নারী-পুরুষের মাঝে শাকসবজি বিতরণ করা হয়।
সবজি নিতে আসা হালিমা খাতুন, মাজেদা খাতুন ও আব্দুর রহিম জানান, বাজারের সবজির দাম চড়া। কেনা কষ্টকর। মাঝেই মাঝেই এখানে এসে বিনামূল্যে সবজি নিয়ে যাই। যা পরিবার পরিজন নিয়ে খেয়ে থাকি।
খামারের উদ্যোক্তা সমাজসেবক ও সাবেক কমিশনার আব্দুস সাত্তার জানান, প্রায় তিনবিঘা জমিতে খামারটি গড়ে তোলা হয়েছে। এখানে জৈব সার ব্যবহার করে খামারটিতে টমোটা, লাল শাক, কপি, পুই শাক ও লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। উৎপাদিত সবজিগুলো প্রতিদিন সকালে দুস্থ-গরী মানুষের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম