বাগেরহাটের মোড়েলগঞ্জে মসজিদের জমি দখলের চেষ্টা ও হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুসল্লিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার বিকালে মোড়েলগঞ্জ উপজেলার উত্তর খারইখালী হাওলাদার পাড়া জামে মসজিদের সামনে মুসল্লিরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় পঞ্চকরন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে একত্ততা প্রকাশ করে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দের, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বদিউজ্জামান বদি, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হারুণ-অর- রশিদ, আঃ রউফ মাষ্টার, সান্টু হাওলাদার, মাওলানা ইউনুস আলী প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় রসুল হাওলাদার মসজিদের জমি দখলের চেষ্টা করে এবং চলাচলের পথ রোধের সৃষ্টি করে। এতে বাঁধা দেয়ায় ৬ জন মুসল্লিকে আসামি করে থানায় একটি হয়রানীমুলক মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই ভুমিদস্যু আল্লাহ ও হজরত মোহাম্মদকে (সাঃ) নিয়ে বিভিন্ন কটুক্তি করেছেন বলেও অভিযোগ করা হয়। এসময় মিথ্যা মামলা প্রত্যাহার ও অভিযুক্ত রসুল হাওলাদারের বিচার দাবি করা হয়। পরে মুসল্লিরা মসজিদের সামনে বিক্ষোভ করে ও রসুল হাওলাদারের কুশপুত্তলিকা দাহ করে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল