দিনাজপুর-বিরামপুর-ঢাকা মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে বলে বিরামপুর থানার ওসি মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার দুপুরে বিরামপুরের মির্জাপুর মেতাহুননাহার মহিলা মাদ্সার সামনে এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন, বিরামপুর উপজেলার আয়ড়াগ্রামের বিনয় মুর্রমু এবং নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খয়েরগনি গ্রামের স্বাধীন মন্ডলের স্ত্রী জিসিন্তা মুরমু।
আহতরা হলেন, নিহত বিনয় মুরমুর স্ত্রী রমনী মুরমু (৪২) জিসিন্তা মুরমুর স্বামী স্বাধীন মুরমু (৩৫)।
বিরামপুর থানার এসআই জাহানুর জানান, শনিবার দুপুরে বিরামপুর ঢাকা মহাসড়কের মির্জাপুর মোড়ে বিরামপুর থেকে ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭৯৩৮) ব্যাটারী চালিত রিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক বিনয় মুর্মু পুতলার (৫০) মৃত্যু হয় এবং বিরামপুর হাসপাতালে নেয়ার পর পুতলার ভাতিজি জিসিন্তা মুরমু (২৫) মারা যায়।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৭/হিমেল