প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃতি করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ফেনীর সোনাগাজীতে মো. শাকিল (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ দুপুরে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এই ঘটনা ঘটে। সে স্থানীয় আবুল কালামের ছেলে ও ছাত্রদল কর্মী।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, পুলিশ স্থানীয়দের মারধর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার